.       মেঘে মেঘে হল বেলা বয়ে গেল কত জল,
        বুড়ো হল গুপী-বাঘা দেহে আর নেই বল।
        পারবে কি গুপী-বাঘা বাঁচাতে এ দেশটা?
        সুকতলা ছেঁড়া জুতো, শত ফুটো বেশটা।
        গুপী-বাঘা ভালো বড়, পারবেকি লড়তে?
        আজকের নেতাদের কুপোকাত করতে?
        মন্ত্রীরা বসে থাকে পাঁচতারা হোটেলে,
        চুরি করে কভু বাঁধা সরকারী পাঁচিলে।
        যা্বে সেথা? বড় বাধা, ভরা থাকে সান্ত্রী,
        সিসিটিভি ঘেরা থাকে যত রাজা মন্ত্রী।
        হাতে তালি মেরে ওড়া মুশকিল পষ্ট,
        হাঁটুব্যাথা, ল্যান্ডিঙে জেনো বড় কষ্ট।
        পেটপূজো সেও আজ ঠিকঠাক হয় না,
        হয়েছে সুগার তাই মিষ্টিও সয় না।
        হাতে তালি মেরে মেরে কড়া পরে চেটোতে,
        সেজে থাকে গুন্ডারা পিস্তল পেটোতে।
        গান গেয়ে স্ট্যাচু করা বাকি সেই একটাই,
        মাইকের কল্যানে হয় নাতো তাও ভাই।
        জঙ্গল কাটা পড়ে ভূতরাজ বিপদে,
        থাকবার নেই স্থান যান কোন চুলোতে?
        গুপী দাদু বাঘা দাদু তাই বড় জেরবার,
        রিটায়ার করবেন ভাবছেন জোরদার।
        কাজ কাকে দেওয়া যায় চলে সেই ভাবনা,
        অডিশন চলছেই শিলিগুড়ি পাবনা।
        স্পাইডারম্যান আর ব্যাটম্যানে টক্কর,
        বাংলাটা জানা চাই তাই নিয়ে চক্কর।
        কাশী বাসী গুপী-বাঘা ভেবে মনে কষ্ট,
        এই বারে ক্ষ্যামা দাও “হয়েছে যথেষ্ট”।