.       দাঁত থাকে না শব্দে, তবু
              কামড় বলিহারি,
        মারে যখন ছোবল, সে তো
              মৃত্যু সম ভারী।


        আবার যখন প্রেমের ভাবে,
             মিষ্টি মুখে মেশে,
         মধুর কথায় স্বর্গ ধরায়,
            জীবন ওঠে হেসে।


        জ্ঞানের বানী শুনলে জেনো,
           জাগবে প্রাণে আলো।
         ফন্দিবাজের মন্দ কথন,
           আঁধার সম কালো।


        বলছি না তো কথার কথা,
            বলছি সকল ঘেঁটে,
        দুনিয়াতে নাই এমন বিবাদ,
            কথায় যা না মেটে।


        দেশের কথা দশের ব্যথা,
             শব্দ হয়ে এলে,
        উঠবে জেগে সমস্ত দেশ,
           লড়বে আপন ভুলে।


        শব্দ বাঁচায় শব্দই মারে,
           সব শব্দের খেলা।
        শব্দ মিশলে সুরের সঙ্গে,
           রচে আনন্দমেলা।


        শব্দ হাসায় শব্দ কাঁদায়,
           শব্দ প্রেমের মিতা।
         ভক্তি শব্দ করলে রপ্ত,
          মিলবে পরম পিতা।


        অক্ষর বেয়ে শব্দের রাশি,
          তাই শিখে হই সভ্য।
        শব্দের পিঠে শব্দ জুড়েই,
          লিখতেছি এই কাব্য।