.       ধিন তা ধিনা ধিন তা ধিনা,
        আসলো ঘরে ছোট্ট সোনা।


        হাওয়ার বুকে প্রথম ঘুষি,
        হচ্ছে সবাই দারুন খুশি।


        নাচছে দাদু নাচছে দিদা,
        এ আনন্দ রাখব কোথা।


        নাচছে মাসি তা ধিন ধিন,
        আজ তো বড়ই খুশির দিন।


        দাদার গোঁফে মুচকি হাসি,
        আনন্দে যায় ঠাম্মা ভাসি।


        লাজুক বাবা চপল পায়ে,
        এদিক ওদিক দৌড়ে যায়।


        তৃপ্ত মায়ের খুশির রেশ,
        চাঁদটা কোলে লাগছে বেশ।


        মনটা মামার বোনের কাছে,
        মাতলো মামি বিহুর নাচে।


        ছোট্ট সোনা মা’র কোলে,
        সকল কষ্ট মাও ভোলে।


        কবি দাদু করবে কি?
        আনন্দে তাই ছড়া লিখি।