.       করেছিনু পণ এবার হবোই কবি,
        লিখে যাবো কষে কত না কাব্য রাশি।
        প্রেম, অভিমান বিরহ রসের ছবি,
        ঠাসবো তাহাতে কত ভালোবাসা বাসি।


        পড়ে মোর লেখা মন ক'বে পিউ কাঁহা,
        অষ্টাদশীর কপোল লালিমা পাবে।
        চাপড়িয়ে পিঠ সুধীজন ক'বে বাহা,
        বিখ্যাত হব,  জনগন খুব খাবে।


        জানি কি তখন বাস্তব যায় হেসে,
        বোকা আমি করি কবিতা লেখার শুরু।
        কান ধরে টেনে বোঝালো আমায় শেষে,
        জোর করে হওয়া আমারি সে এক গুরু।


        লাইসেন্স আছে? করেছো রেজিস্ট্রেশন?
        কাব্য লিখছ, সাহস তো নয় বড়?
        পারমিট চাই, ভ্যাটের অ্যাপ্লিকেশন?
        তারপরে হয়ো কবিতায় সড়গড়।


        শুধু তাই নয় সাবজেক্ট কি কি হবে,
        সেটাও জানিয়ে পারমিশন টা চাই।
        প্রতিটি বিষয়ে ফিসটা আলাদা রবে,
        বড় কবি হতে টাকা খুব লাগে ভাই।


        প্রেমের কবিতা রেটটা ভীষণ আপ,
        জ্ঞানের কবিতা, অল্প লাগবে টাকা।
        সামাজিক হলে আরো কমে যাবে চাপ,
        সবচে সস্তা ক্ষুধার কাব্য শাখা।


        নেইকো রেস্ত? থাকো খালি পেটে হেথা,
        পেটে ক্ষিদে পেলে হবে ক্ষুধার্ত কবি।
        গরীবের ঘরে কবিতার নেই কেতা,
        তবু লিখে তুমি হতে পারো বিপ্লবী।


        এত কিছু শুনে কেটেছে লেখার নেশা,
        নাক কান মুলি, দেই দশ হাত খত।
        এ জনমে আর হোল নাকো কবি হওয়া,
        কবিতা  তোমায়  করি  যে  দণ্ডবৎ।