.       ফুট ফাট দ্রুম দ্রাম,
        কেন এত শব্দ?
        রেগে গেছে কবি ভায়া,
        হয়েছে বিরক্ত।
        কুপিত কেন যে কবি,
        বলতো কারন কি?
        ভক্তের কাছে মন,
        খুলতে বারণ কি?
        কবিতার কবিরাজি,
        চলছে ও চলবেই।
        কবি যদি গররাজি,
        অকূলে হারায় খেই।
        বুঝি না যে কবি,
        আর কবিতাটা ভিন্ন।
        সাময়িক চিন্তায়,
        প্রসবিত, ছিন্ন।
        কবিতার দরবার,
        মাথা নয় হৃদয়ে।
        বুঝলে কাটবে দিন,
        আনন্দে বিরহে।
        কবিতাকে ভালোবেসে,
        চাই বুকে জড়াতে।
        তবু বল কবি ওঠে,
        কেন কাঠগড়াতে?
        কবিতার সংজ্ঞাটা,
        কবিতার ব্যখ্যান,
        শুষে নাও অনুভবে,
        লাগিয়ে আপন জ্ঞান।
        হয় যদি মানে টানে,
        কবিকেই বোঝাতে,
        কবিতাটা দ্রৌপদী,
        ভরা রাজ সভাতে।
        কবিতার আলোচনা,
        করুক সমালোচক।
        লিখুক কবিতা কবি,
        বন্ধ করে দুচোখ।
        তবেই তো কালজয়ী,
        কবিতারা আসবে।
        নবীন প্রেমেতে ভালো
        কবিতাকে বাসবে।।