.       যান্ত্রিক এই শহরেতে,
        ভুঁইফোড় এলেবেলে মেঘ ছোঁয়া বাড়িগুলো,
        রঙ মেখে রাত করে পার।
        নিষ্প্রভ আলো গায়ে
        বিষণ্ণ বিবর্ণ আকাশ,
        জেগে থাকে ধূলিধূসরিত।
        ফ্যাকাশে চাঁদের আলো,
        স্কাইস্ক্র্যাপারের ফাঁকে মুখ বার করে,
        খোঁজে কিছু জোলো অন্ধকার।
        ঘুম সাজে সাজা হলে, চোখ বোজে
        মানবজীবন। আবার নতুন প্রাণ
        হাসে বিছানাতে। ভুলের রাজপথ জুড়ে,
        বুক উঁচু করে, হেঁটে চলা নবীন প্রবীণ,
        জীবন অমৃত চায় ঘুমের আড়ালে।
        খোঁজে নয়া ক্ষমার উপায়।
        বড়ই অবাক হয়ে দেখি সবকিছু
        বিবর্ণ, ফ্যাকাসে এই রাতে।
        পটহোল এড়ানো ভীরু পায়ে পায়ে
        হেঁটে চলি এ শহর ছেড়ে,
        দিগন্তের খোঁজে, হাতে রেখে হাত,
        নিশাচর আমি আর শহুরে বিষণ্ণ বাঁকা চাঁদ।।