.       মনকে তো কেউ আর দিব্যি দেয় নি,
        যে সব সময় ভালো থাকতেই হবে!
        চমকিলা সব মুখোশ বদলে একের পর এক
        লুকিয়ে রাখতে হবে গোপন অ-সুখ যত?
        মেঘ ছাওয়া আকাশে সূর্যের কিরণ,
        চাইলেই হয় নাকি? আকাশেরও তো কিছু
        সুখ দুঃখ ভালোবাসা বিরহ থাকে।
        আর লুকোবেই বা কত কিছু,
        ব্র্যান্ডেড শার্টের নিচে গেঞ্জির ফুটো,
        পারফিউমের গন্ধে লুকোবে দাদের চুলকুনি!
        লুকোবে, বাসে উঠতে গিয়ে,
        পা পিছলে উলটে পড়া,
        নয়তো পাঁচ টাকার জন্য
        অটোবালাকে দেওয়া অশ্লীল গালি?
        লুকোবে মাঝে মাঝে তোমার
        খুব খুব খারাপ হওয়াকে?
        এই সাজানো ভদ্রতা,
        ভালো আছ? ভালো আছির খেল,
        ভাঙ্গবেই একদিন।
        এখনো যে খুব একটা ভালো কেউ বলে,`
        তা তো নয়।
        কাজেই লুকিয়ে কি বা লাভ?
        মনটা খারাপ হলে, হোক না খারাপ।
        মানুষটা খারাপ হলে, ঠিক আছে, অসুবিধে নেই।
        আর লোকে যদি ওঠে গালি দিয়ে,
        বৃদ্ধাঙ্গুষ্ঠ উঁচু করে মুখটা বাঁকিয়ে
        সদর্পে সশব্দে বোল,
        যাঃ। বয়ে গেছে...