এ মনের আঙ্গিনায়, উই ধরা বেড়ার অবশেষ
অতীতের চৌহদ্দি ছুঁয়ে থাকে। খোয়া যাওয়া
নাকছাবি সম, ফিকে হওয়া স্মৃতি গুলো,
রঙ বদলায় ক্ষণে ক্ষণে।
ফেসবুক স্ট্যাটাসের মতো,
ঘন ঘন পালটায় বাঁচার অভ্যেস।


বন্ধকী মন, কবেই তো মেতেছিল  সমর্পণেতে।
জীবনের তানা বানা সোপর্দ করেছিল
আরোপিত কোন শর্ত ছাড়া।
ঘুম, খাওয়া, হাঁটা চলা, সকল হিসেব,
তিনবেলা ওষুধের দায়, দিয়েছি তো সব।
শুকতারা ভালোবাসা, দিশার বাঁধনে,
ধরে বেঁধে রেখেছিলো,
বাউন্ডুলে উড়ো মনটাকে।
যখন যেমন হয়, তেমনি তো হয়েছিলো সবি।


তবুও দিনের শেষে,
চেনা জানা পাওয়াগুলো,
হেরে যায় অচেনার কাছে।
অজান্তে মনের কোনে,
ভালো লাগা শেষ হয়ে
ভালো থাকা শুরু হয় কবে!
বাঁচার অভ্যেস শিখি,
শুধু বেঁচে থাকার তাগিদে ।


ভেবেছি আজকে তাই, পাঠাবো খবর তোর কাছে,
ছেড়েছি আকাশ দেখা, বাতাসের গান শোনা
পাখিদের কলতান, ভুলেছি গোলাপের বাস।
ভুলেছি চাঁদের আলো, পলাশের লাল।
ছেড়েছি সকল কিছু।
মনে হয় তাই ভালো আছি।
বেশ ভালো আছি আজ।


একটাই বদভ্যাস কবিতা লেখার,
পারিনি ছাড়তে আজো, চেষ্টায় আছি।
পারবো যেদিন, লিখব অন্তিম কবিতা।
লেখা হলে, একদম ভালো হয়ে যাব,
দেখে নিস, পুরোপুরি হব নিশ্চয়।
শেষ সূর্যোদয়ের মতো
পবিত্র হবোই অবশেষে।।