ঝাড়গাঁয়ের লাল মাটি,                 ক্যানাল পারে মুরাম কাটি,
                 জুটব্যে তবে গরম ভাতের বাস।
গাঁইতি চলে কুদাল চলে,              পেট্যে ভুখের আগুন জ্বলে,
                 ভাঙ্গে কমর, ভাঙ্গে মনের আশ।


ঘরের চালা উড়ল্য ঝড়ে,              চাঁদের আলো খেলছ্যে ঘরে,
                 ঝুনার-মায়ের গায়ের ট্যানা নাই।
চখটা মুছ্যে জোসনা দেখি,            বেটা বেটির কষ্ট সেকি,
                 হাড় হাভাতে করব্য কি উপায়।


বিদ্যা টুকুস নাই গ পেটে,             সকল মিলে নিল্য লুটে,
                 স্বপন এখন লাগ্যে উ সব কাল।
জঙ্গলটা মোদের ছিল,                 কাঠ কুটাটাও কাড়্যে নিল,
                 আস্যে দেখ্য হইঁছ্যে কি আজ হাল।


এখন হুথায় যাত্যে মানা,              ফরেস্টারে দেখায় থানা,
                 কতই সে যে গালি গালাজ দেয়।
বলে পিঠের চামড়া লিব,              জেল হাজতে পুর‍্যে দিব,
                 বনটা গেল্য সরকারি খাতায়।


পাঁচ বচ্ছরে লেতার সাড়া,             সি ব্যাটা তো চোরের বাড়া,
                 বাড়ছ্যে ভুঁড়ি, বাড়ছ্যে কারোবার।
রিলিফের ঐ ওষুধ টাকা,              মার‍্যে সকল করল্যে ফাঁকা,
                 মরল্যে মোরা কি হবে উয়ার?


ঝাড় গাঁয়ের লাল মাটি,               মোরাই মাটির মানুষ বটি,
                 সইবনি আর তু’দের অত্যাচার।
তীর কাঁড় আর টাঙ্গির ফলা,          ভাঙ্গব্যে দিয়াল ভাঙ্গব্যে তালা,
                 লিব্য ছিনাই মোদের অধিকার।।