কথায় কথায় ফের জমেছে কথার পাহাড়,
করলে শুরু থামবে কোথায় কেই বা জানে।
চাপলুসিটা  জানলে  হতো  অন্য রকম,
বলবো কি যে করবে সবে কেমন মানে।


শীতল শীতল মিষ্টি কথার হিমেল পরশ,
ঠান্ডা ঘরের আরাম যেন ভর দুপুরে।
আসল কথা ফুরিয়ে গেলে হিংসে গুলো,
দাঁত নখেতে শাণ দিয়ে ফের গল্প জুড়ে।


তার চে ভালো না বলা সেই কথার মালা,
বিন আয়েশে মনের কথা যায় বুঝিয়ে।
বুঝেও তুমি না বোঝারই করলে নাটক,
কি আর করি, মুচকি হেসে যাই পালিয়ে।


ঠিক সময়ে বললে না তো মনের কথা,
বাসি খবর পচা শামুক লাগছে একই।
ধানাই পানাই যতই কর ফেনাও যত,
সত্যি কথা বললে, তবু লাগছে মেকী।


একলা হাতে কথার সাথে করছি লড়াই,
তখন থেকে মনের মাঝে ঢালছে গরল।
মানবো না তো তোমার খারাপ সত্যি কথা,
ঝুটাই ভালো, শান্তি দেবে সহজ সরল।


লোক যে বলে কথার ঘায়ে মানুষ মরে,
মরল যারা মরে গিয়েও থাকল বেঁচে।
কথার প্যাঁচে মরেও যারা মরলো নাকো,
প্রতিপলই মরছে তারা দেখছে কে যে।


রাত বিরেতে আসছে কথা আবোল তাবোল,
তাই জুড়ে আজ বুনছি কথার নক্সি কাঁথা।
অবাক কথা সুর হয়ে আজ ভাসছে মনে,
মনটা তো ভাই কবেই গেছে, এবার মাথা।