কত শত কথাই না করে চল অপচয় দিন প্রতিদিন,
শুধু খালি বক বক... বক বক... বক বক...অন্তবিহীন।
হয় কান ঝালাপালা, প্রাণ জেরবার,
তাড়াহুড়ো কি যে এত, বোঝাটাই ভার।
কয়েক হাজার দিন পার করা পৃথিবীতে,
কাজ শুধু এই টুকু মিতে।
শব্দের ক্ষয় নেই, জানো তা কি?
কান পেতে শোন, আজো বেঁচে আছে নাকি
গান্ধারীর হাহাকার আকাশে বাতাসে।
তুতেনখামেইন থেকে ইলতুত্মিস হয়ে জোব চারণক
সবই জেনো ইথারেতে ভাসে।
শুধু চিনে আর শুনে নেওয়া বাকি।
বোবার শত্রু নেই, জানো না কি?
এমনিতে যেন আজ শত্রুর রয়েছে অভাব?
তাই বলি হও মিতভাষী।
কম কথা বলো, শিখে ফেল মৌনতার ভাব।
কম বলে জ্ঞানী থাকো,
বেশী বলে বোকা সেজো নাকো।
ঐ মুখ খুলে দিলে,
কুবিদ্যের হাওয়া সব হূশ হাশ পড়বে বেড়িয়ে
টানাটানি ইজ্জত নিয়ে।
তাই আজ বসো চুপ করে।
কবি কবি দেখিও না ভাব।
দু চারটে ছন্দ মিলিয়ে, হলে নাকি কবি বড়।
ছাড়ো লোক হাসানো স্বভাব।
চেপে যাও চেপে যাও, কেটে যাও পাতলি গলিতে।
তার সাথে চুপ থাকা শেখ ভালো করে।
কানে যদি তুলো লাগে, পড়ে আছে আমারি থলিতে।।