.       উদাস সকাল রিকেট দুপুর রাত্রি বিকট,
        কষ্ট ছেঁড়া মন খারাপির বন্ধ্যা খোঁয়াড়।
        হঠাত এলো আনন্দেরই হল্কা হাওয়া,
        দুর্গা মা ফের আনলো মনে খুশীর জোয়ার।


        আলোর মালা লাল পেয়ালা সন্ধ্যে গরম,
        বন্ধুরা সব লাগছে পিছে ফেলছে পেড়ে।
        আগল খোলা জমিয়ে রাখা পি এন পি সি,
        গিন্নীদের ঐ মুখ খুলেছে ছুটছে তোড়ে।


        ধোঁয়ার জ্বালা চন্দ্রমালা নাচ ধুনুচির,
        দুলুক ভুঁড়ি মনটা ছুঁড়ি নাচ বেতালে।
        মুখের কুঁচি ঢাকতে বুঝি হয় ফেসিয়াল,
        পাঁড় যুবতী মনটা দোলে ঢাকের তালে।


        পক্ককেশে রঙের ছোঁয়ায় প্রবীন যুবক,
        মিষ্টি মুখের আবির্ভাবে লুকোয় ভুঁড়ি।
        লাইন ধরে দুপুর, রাতে পঙক্তি ভোজন,
        দুঃখ যত ভাগাই মেরে কেমন তুড়ি।


        ফোকলা পুরুত ফুরুত ফুরুত মন্ত্র বলে,
        না বুঝে তাই আপন মনেই অঞ্জলি দেই।
        মাইক খারাপ, হচ্ছে তো পাপ, হচ্ছে কেলো,
        কোথায় শুরু থামবো কোথায় হারাই যে খেই।


        দেখব ঠাকুর রাত্রি দুপুর সবাই মিলে,
        বিষম ভীড়ে ধৈর্য ভাঙ্গে গরম যাতা।
        পেট পূজোতে রোল ললিপপ কবরেজী চপ,
        মাঝে মাঝে মায়ের পায়েও ঠেকাই মাথা।


        হঠাত করে যায় পালিয়ে পূজোর কদিন,
        সিঁদুর খেলা মায়ের চোখে অশ্রু ভাসে।
        আসিস মাগো জলদি ফিরে আসছে বছর,
        বরণ আবার করব তোকে শিউলি কাশে।।