অনেক জমেছে পাপ।


সময়ের হাত ধরে, তিল তিল করে,
জমেছে মনের পাশে,
শ্বাসে প্রশ্বাসে।


যতই ভালোর আলো নিয়েছি মাথায় টেনে,
ততই এসেছে স্বেদ,
উপজাত ক্লেদ।


পরিপাটী জীবনের চোরকুঠুরিতে দেখ,
বেলেল্লা হাওয়া গুলো,
উড়িয়েছে ধুলো।


প্রতিদিন নয়া নয়া চমকের খোঁজে,
বিস্ময় হারানো নদী,
চমক তামাদি।


পোষ্য পশুর মত, লুকিয়ে দন্ত নখ,
বাস করে মনোময়,
খারাপ সময়।


তবুও চমকে দেখি একেলা জীবন,
অজান্তে সমাজ হয়,
সমাজ জীবন।


সবার মুখের পরে একই তো মুখোশ
একাই একশ তবু
একাকীত্ব প্রভু।


দুর্বল পায়ে চলা, সময় এগোয়,
ছাড়ে চেপে ধরা হাত,
ছেড়ে যায় সাথ।


কোন এক হিমেল বিষণ্ণ ভোর,
সব কিছু নিয়ে যায়,
সকলি হারায়।


অনেক জমেছে পাপ।।