কত পথ পার হলে
পাবো খুঁজে সে অমরাবতী,
পাবো খুঁজে অমোঘ বিশ্বাস।
ডালিম ডালিম সব সময়ের মৌচাক,
খেলছে এখনো মন নিয়ে।
খেলছে যে ছিনিমিনি
দুপুরে রাত্তিরে।


মাইলফলক যত
পিছু থেকে ডেকে ডেকে বলে,
ও হে ভুলো মন!
স্বপনের বেসাতির শেষ কবে হবে?
আমরাও মিথ্যে জেনো
ভোরের স্বপ্নের মতো,
স্মৃতিটুকু ছুঁয়ে থাকি শুধু।


গাঢ় আবীরের মত সন্ধ্যার আঁধার,
ছায় বুঝি পাতায় পাতায়।
ছাতিমের ডালে, পুরনো ভুলেরা সব
প্রার্থনায় মাতে।
প্রায়শ্চিত্তের লগ্ন জমা হয় চোখের কোণায়।
মৃদু মৃদু সময়ের
বেঁচে থাকা অধরা সকাল,
তবুও খুঁজেই চলে সে অমরাবতী।
খুঁজে চলে নির্বাণ,
খুঁজে চলে হারানো বিশ্বাস।