ধৈর্যের শেষ সিঁড়ি পেরোবার আগে
মোটামুটি ভালোই ছিলাম।
পাথর চাপিয়ে রাখা অভিমান গুলো
পাথরেই চাপা ছিল বেশ।
হিংস্র শ্বাপদের মতো বেরিয়ে পড়েনি
নখ দাঁত বার করে,
রক্তাক্ত করে নি আমাকে।


বিকৃত মনের ঐ তির্যক মন্তব্য বাণ,
ডাঁয়ে বাঁয়ে রেখে
কতবার ঠিক চলে গেছি,
নিজের গন্তব্য পথে,
অনায়াসে তাচ্ছিল্য ভরে।


চোর বাজারের মাঝে ঝকমকে অলিতে গলিতে,
চোরাই  জ্ঞানের পশরা,
সাময়িক মুগ্ধ করেছিল,
লুব্ধ করেছিল মন
কয়েক পলক।
অবশেষে পারেনি ভোলাতে সেও।


রাতের পাহারাদার,
বড় দূর থেকে
হেঁকে হেঁকে যেত শুধু,
জাগতে রহো......
মনে ছিল প্রগাঢ় বিশ্বাস।


তারপর এলো ঝড় উথাল পাথাল।


ঝড় শেষে,
ধুয়ে যাওয়া উঠোনের বুকে
দাঁড়িয়ে স্নিগ্ধ আমি একা।
ঝেড়ে ফেলে পুরানো সংস্কার,
মুক্ত, স্বাধীনচেতা,
স্মৃতির বেদনা বুকে,
টান টান শিঁরদাড়া নিয়ে।।