.       কয়েক যোজন ব্যথা পার হয়ে শেষে
        তোমার দুচোখ এল ভেসে।
        সবিনয়ে চাইলাম ধার, কিছু ভালোবাসা,
        দু’এক আঁজলা প্রেম, কয়েকটা ঘরোয়া ভরোসা
        দু মুঠো শান্তির পল চিকন চিকন।
        বললাম করে দেব শোধ, দেব বিলক্ষণ।
        নিঠুর নিঃসঙ্গতা, বাঁকা হেসে
        বললে তোমায় কিছু কথা,
        একান্তে কানে কানে, বড় একপেশে।
        প্রত্যাখ্যানের জ্বালা, ছিল পেছনেই
        দুই হাত জোড় করে
        জ্বালানোর তরে।
        জুঝারু নেতার মতো,
        হঠাৎ সামনে এল
        মুখে হাসি হাতে বাঘনখ!
        এলো আচানক।


        আরো কিছু পরে—
        বঞ্চনা, রুসবাই, আমি আর ঝরা পাতা
        পানপাত্রে হয়ে উঠি মিতে।
        ধোঁয়া ধোঁয়া শুঁড়িখানা
        হয়ে ওঠে গুলজার,
        তোমার স্মৃতিতে।


        তোমার মনের ঘরে
        সিঁদ কেটে চুরি করে,
        অসভ্য বেইমানী, ওঁছা অবিশ্বাস।
        অবশ চেতনা নিয়ে
        আমি একা, সাথে থাকে
        স্মৃতি আর শূন্য পরবাস।।