.       রোজ বিকেলে অসভ্য রোদ্দুর
        চাইত ছুঁতে তোমার গালের তিল,
        আমরা কজন চায়ের দোকানেতে
        ধারের চায়ে ডুবিয়ে দিতাম দিল।


        সবাই তখন শাহরুখ খানের চেলা
        পাগল পাগল হাত পা ছোঁড়াছুঁড়ি,
        তোমার হাতের বই খাতাদের সুখে
        আমরা কজন হিংসে করে মরি।


        আমরা কজন পকেট ফুটোর দলে
        আর চলে না বাবার পকেট মেরে,
        বিশ পয়সার চারমিনারের ধুঁয়ো
        মন ডুবনো এদিক সেদিক হেরে।


        পড়ার বইয়ে নেই তো মনোযোগ
        অন্য বইয়ের খুব রয়েছে নেশা,
        সাঁঝের বেলা শালতলাতে বসে
        আড্ডা চলে, গভীর মেলামেশা।


        আমরা কজন পাগল তোমার প্রেমে
        আমরা সবাই সেই কথাটা জানি,
        বছর কাটে একটা দুটো করে
        ফুরিয়ে গেল রামধনু কাল খানি।


        আজকে তুমি একটি ছেলের মা
        মাঝবয়েসী পৃথুলা সুন্দরী,
        এখনো সেই গালের তিলে রোদ
        এখনো দুই নয়ন তীক্ষ্ণ ছুরি।


        আমরা কজন এদিক সেদিক থাকি
        একলা সবাই, নেই তো আসা যাওয়া,
        তুমি আমি দুজন সুখেই আছি
        তোমার ছেলে ডাকে আমায় বাবা।