.       চলতে গিয়ে কাজের কথা ভুলে
                    ভাবনা আসে ফুরিয়ে গেলাম নাকি,
        বারুদ বুঝি শেষ হল সব জ্বলে
                    খোলটা নিয়ে দিচ্ছি কেবল ফাঁকি।


        শব্দ গুলো তাল বেতালা হাঁটে
                    বুকের ভেতর দেয় খালি সুড়সুড়ি,
        স্বস্তি এবং ঘুম উঠেছে লাটে
                    স্বপ্নপরী, সেও তো বোধ হয় বুড়ি।


        ভর দুপুরে পিচ গলা রোদ ডাকে
                    জাহাজ ঘাটে মন খারাপের ভোঁ,
        নষ্টা বাতাস জড়ায় জীবনটাকে
                    যাই পালিয়ে সেটির নেইতো জো।


        কাজ ফাঁকি দেই কাজের হিসেব করে
                    অকাজ করেই কাটলো কাজের বেলা,
        বুঝতে পারি কাজ ফুরনোর পরে,
                    চোর পালালে বুদ্ধি বাড়ে মেলা।


        জেল হাজতে কয়েদ করা মন
                    হাব ভাবেতে রাজা উজীর যেন,
        প্রাণের ভেতর চলতেছে অনটন
                    দুধ জোটে না সাধটা ক্ষীরের কেন?


        হাঁটকে বেড়াই মনের আগু পিছু
                    পাই বা খুঁজে রসদ কিছু বাকি,
        শিশির ভেজা স্নিগ্ধ সকাল কিছু
                    শাঁখ বাজানো সন্ধ্যাকে পাই নাকি।