.       তোমায় আমি নদীর নামে ডাকি?
        জোয়ার ভাঁটার চলুক তবে খেলা,
        উদাস ঢেউয়ে রোদের তাকাঝাঁকি।


        তোমার জলে মন মেশাবো বলে,
        পণ করেছি হাওয়ার চিবুক ছুঁয়ে,
        ব্যাথার স্মৃতি ভাসুক তোমার নীলে।


        তোমার বাঁকে দুই শালিকের বাসা,
        সব অপয়া ঘায়েল তোমার কাছে,
        বাষ্পে তোমার ছড়ায় ভালোবাসা।


        ঘূর্ণি চোরা তোমার মনের মাঝে,
        ডুবল যে সে ডুবল একেবারে,
        বেড়াই খুঁজে তারে সকাল সাঁঝে।


        বুকের ভেতর উথাল পাথাল হাওয়া,
        পাল তুলেছি আমার ভাঙ্গা নাওয়ে,
        তোমার মনে করব আসা যাওয়া।


        তোমায় চেয়ে হলেম যে বানভাসি,
        সব হারিয়ে রইল না তো কিছু,
        আঁকড়ে থাকি সেই মায়াবী হাসি।


        রূপ রূপসী আর দিও না ফাঁকি,
        কন্যা তোমার কূল ভাসানো চোখ,
        তোমায় বরং নদী বলেই ডাকি।।