.       সন্ধ্যে ছুঁয়ে ঘোর নিশুতি রাতটা আসে,
        হাড় কাঁপানো শীতের আবেশ আসছে তেড়ে,
        খেজুর রসে পিঁপড়ে মরে মরণ সুখে
        মন আঙিনায় বিবেক হাঁকে প্রহর ছেড়ে।


        লেপের নীচে ঘুমের নেশায় কাটছে জীবন,
        তার ওপরে ভদ্র হওয়ার শক্ত নেশা,
        নেশার চাপে আসল নকল যায় গুলিয়ে
        মেকি হাসির মায়াই বিকোয় হর হামেশা।


        যাত্রাপালা শীতের রাতে চাদর মুড়ি,
        তাম্বুখানা কে খাটালো বিশাল এমন,
        মঞ্চ কত, চলছে পালা হরেক রকম
        চোখ ফেলতেই পালটে ফেল চরিত্র মন।


        প্রেম পীরিতির সময় বুঝি যায় ফুরিয়ে,
        কষতে হিসেব হিমেল রাতে হৃদয় বেজার,
        বাউল বাতাস হাতছানি দেয় ভর দুপুরে
        আঁধার এলেই বন্ধ কপাট মন জানালার।


        স্বপ্ন দেখি হারিয়ে যাওয়া শীতঘুমের ঐ,
        স্বপ্ন দেখি হলুদ ওমের মিষ্টি বিকাল,
        মনটা কাঁপায় শীতের কড়ক কনকনানি
        ভুল কিনতে লাইনে দাঁড়াই নিত্য সকাল।