.       আধখানা প্রাণ অর্ধেক ভালোবাসা,
        আধাআধি করে কাটছে জীবন কাল।
        আধখানা মনে তোমাদের যাওয়া আসা,
        যতটুকু বাকি ভরে আছে জঞ্জাল।


        জঞ্জাল বলি আজকের দিনে তাকে,
        কোন এককালে তাই মনে হত প্রাণ।
        বাসী ফুলমালা কেবা আর মনে রাখে,
        আধা মনে তাই পুরনো স্মৃতির ঘ্রাণ।


        আধেক প্রাপ্তি তাতে মন খুশী রয়,
        মানিয়ে নেওয়ার এই প্রবনতা বেশ।
        রয়েছে অনেক তাই করি অপচয়,
        কাঙালের মনে আমীর আমীর রেশ।


        আধেক হৃদয় মেতে থাকে উৎসবে,
        আধেক হৃদয়ে বিষণ্ণতার ছোঁয়া।
        আধা মন তাই তোমায় পেয়েছে কবে,
        বাকি নির্জনে বেদনার কালো ধোঁয়া।


        আধখানা বুক হিমেল হাওয়ায় কাঁপে,
        বাকি আধখানা বিদায়ের আশে খুশী।
        জ্বলছে পুরনো কবিতারা অনুতাপে,
        সেই আঁচে আজো বেঁচে থাকা ভালোবাসি।।