.       রাগ হয়েছে কৃষ্ণচূড়ার
                    অবাক হলেও করব কি,
        ছোটেই যদি দমকা হাওয়া,
                    জুর্মানা তার ভরব কি?


        সূর্য যদি মেঘের ফাঁকে
                    মুখ লুকিয়ে মুচকি হাসে,
        পুলিশ কি আর পারবে বলো
                    আনতে ধরে নীল আকাশে?


        নদী যদি দুকুল ভেঙ্গে
                    নিয়েই আসে বানের জোয়ার,
        মিছিল করে শ্লোগান দিলে
                    নদীর ধারা মানবে কি আর।


        সরকারি ঐ আদেশ মেনে
                    মুখ কি ঘোরায় প্রবল ঝড়ে,
        লাল ফিতেতে ঘোরায় ছড়ি
                    মানুষ পালায় তেপান্তরে।


        বড়ই মজার রাজার নীতি
                    রাজনেতারা প্রায় ভগবান,
        যা ইচ্ছে তা করতে পারে
                    ভাবছে মনে দিচ্ছে বিধান।


        মরছে সহজ সরল মানুষ,
                    মরছে বুকের রক্ত দিয়ে,
        নেতার গাড়ির লাল আলোটা
                    দেখছে কেমন চোখ রাঙিয়ে।


        আমরা থাকি আমার মতন
                    থাকছে ওরা নিজের মনে,
        লড়ছি মোরা মরছি মোরা
                    ফায়দা লোটে তৃতীয় জনে।


        মহান ছিল দেশটা আমার
                    আজকে কেমন লাগছে আজব,
        হচ্ছে কেন আবোল তাবোল,
                    হচ্ছে যাতা, হচ্ছে কি সব।।