.       আমার আমি বেড়ায় খুঁজে তোমার আমি,
        তোমার আমির চমক কত আমার চেয়ে।
        আমার আমি শুদ্ধ হলেও ঘোর আসামি,
        তোমার আমি মেকি কথায় যায় ভুলিয়ে।


        আমার আমি শিশির ভেজা ঘাসের সবুজ,
        আমার আমি উছলে ওঠা ঝর্ণাধারা।
        আমার আমি কাকভোর বায় উদাস অবুঝ,
        আমার আমি সবার ডাকে দেয় না সাড়া।


        তোমার আমি সুটেড বুটেড টাই লাগানো,
        কথার ঝাঁঝে হুল ফোটানো তোমার আমি।
        তোমার আমি স্বপ্ন দেখায় লোভ জাগানো,
        এই দুনিয়া ওর কাছেতে খুব বেনামি।


        বড়ই বেশী দ্বন্দ্বে বাঁচি সমুদ্র কাল,
        কত শত ঝটকা ঢেউয়ের সামলে চলি।
        জীবনটাকে ভাগ করে নেয় মন্দ কপাল,
        নীল আধারের হৃদয় চিরে ফুটছে কলি।


        আমার আমি হদ্দ বোকা বড়ই সাদা,
        দুয়ে দুয়ে চার করাটা নয় তো সোজা।
        দুই কথারি মার প্যাঁচেতে মিটতো ধাঁধা,
        যদিও তার দুই কানেতে কাপাস গোঁজা।


        সকল কিছুই আজকে কেবল যায় গুলিয়ে,
        তোমার আমার মধ্যিখানে পাহাড় বিশাল।
        চলছি কেমন সবার সাথে তাল মিলিয়ে,
        মানিয়ে নেবার চলছে খেলা সকাল বিকাল।