.       কাঁকড়া বিছে ঘর বেঁধেছে
                     মনের ভিতর সঙ্গোপনে,
        কখন যেন কেমন করে
                     প্রবেশ হল ভগ্ন ক্ষণে।


        কথায় কথায় বিষ ঢালে সে
                     মন হয়েছে বিষাক্ত আজ,
        আগে ছিলাম পায়রা কোমল
                     এখন কেমন দুরন্ত বাজ।


        ভদ্র থাকা নম্র থাকা
                     সব দিয়েছি জলাঞ্জলি,
        হিসহিসিয়ে ঘুরছি এখন
                     রাজপথ নয় অন্ধ গলি।


        বিষ ঢুকেছে রক্তে আমার
                     বিষ ঢুকেছে মনের মাঝে,
        বিষের জ্বালায় ছটফটিয়ে
                     খুঁজছি শিকার সকাল সাঁঝে।


        আগে পিছে দেখতে গিয়ে
                     হচ্ছি অবাক দৃষ্টি মেলে,
        আস্তিনেতে বিষ লুকিয়ে
                     ঘুরছে সবাই সদলবলে।


        বিষ ঢুকেছে বিদ্যালয়ে
                     বিষ ঢুকেছে কারখানাতে,
        আপন সবাই পর হয়েছে
                     বিষ ঢুকেছে সংসারেতে।


        বিষের জ্বালায় খাচ্ছে খাবি
                    দেশের নীতি রাজার নীতি,
        বিষ নামাতে সাবাড় ওঝা
                    তাড়িয়ে বেড়ায় বিষের ভীতি।


        এক এক করে কাঁকড়া বিছে
                    বাঁধছে বাসা সরল মনে,
        ধুঁকছে সমাজ বিষের জ্বালায়
                    মরছে বিবেক প্রতিক্ষণে।


        প্রশ্ন জাগে হৃদ মাঝারে
                    বিষ ছড়াল কে সমাজে,
        ওদের আমি দংশেছি না
                   ওরাই মনে বিষ ঢেলেছে?