এই শহর…

কালো পরী ভিক্টোরিয়ার,
বারংবার হাত রাখে হৃদয়ে আমার।
বয়ে চলে অর্থহীন কত না লহর,
এই শহর…


মুখ গুঁজি আঁচলেতে যার, বারবার,
কখন সে ক্রন্দনে সাজালো বাসর।
অলিতে গলিতে মজে,
আপনারে খোঁজে প্রতিদিন
ভাবলেশহীন।
এই শহর…


বহমান সময়ের ধার, কবে নেয় দায়িত্বভার?
ভালবাসা কখনো বিবর।
মৌটুসি ঋতু কেন কভু আর নেয় না খবর
তোমাকে খোঁজার কাল কবেই হারালো,
এই শহর…


কত রাগ কত অভিমান, কত দুঃখ ব্যথাভরা গান
বিঁধেছিলো কত প্রেম শর।
হলুদ প্রগলভতা অজান্তে ছেয়েছে ঐ ভাঙ্গা দ্বিপ্রহর
বড়ই বিষণ্ণতা করেছে কখন গ্রাস,
এই শহর...


পুরনো শালিক যত জোড় বাঁধে গঙ্গার ঘাটে,
ফেলে আসা বাবুগিরি রক্তে এখনো কথা বলে।
বেলফুলে গাঁথা মালা
সুগন্ধ দেয় জাদুকর,
এই শহর...


জাগে রাত জাগে অপমান, ভয় জাগে, শ্বাপদের কান
নৃশংসতা জাগে অনুক্ষণ।
কালো রাত খুঁজে ফেরে শরীরি নরম
ভিনদেশী শয়তান কবেই যে ফেলেছে নোঙর্‌...
এই শহর...


এত কিছু তবু ভালবাসি, ভালবাসি
ইঁট কাঠ দেয়ালের আত্মার প্রবাহে মিশে আছি।
অতীতের রঙ মেখে কবে যেন হয়েছে পাথর
এই শহর, আপনের থেকে আপনার,
এই শহর...