.       বড় অদ্ভুত তেকোনা সময়ে আছি
        বিছানার পাশে উঠেছে ভুলের ঢিবি,
        জীবন গুটোয় সময় সুতোর লাছি
        আনমনা হাঁটে বিষণ্ণ এ পৃথিবী।


        চেনা জানা পথ তবু দেয় কেন ধোঁকা
        চৌরাস্তায় কত না রঙের আলো,
        ঠিকানাটা ঠিক, আমরাই শুধু বোকা
        সঙ সাজা মুখ ধুয়ে মুছে সাদা কালো।


        বনজোছনার ক্লান্তি মনের মাঝে
        কুড়িয়ে পাওয়ার তৃপ্তি নিয়েই বাঁচা,
        ঋতু আসে যায় কখন তা জানিনা যে
        শুকালো কখন সবুজ লাউয়ের মাচা।


        রিমঝিম করা রঙিন মনের হাওয়া
        নিশ্চুপে এসে নিল শুষে আর্দ্রতা,
        কাকভোর আর দেয় না সুরের ছোঁয়া
        বলব ভেবেও যাই ভুলে চার কথা।


        বড় অস্থির বড় বেমানান কাল
        ভুল দোষগুলো মালিক বেড়ায় খুঁজে,
        তেকোনা সময় পালটে দিয়েছে চাল
        কাটছে জীবন ঘাড় গুঁজে মুখ বুজে।