.       বাংলা আমার প্রাণের বাতাস বাংলা আমার নাড়ি,
        আমার রক্তে আজো ঢেউ তোলে একুশে ফেব্রুয়ারি।


        বাংলা হৃদয়ে লাগায় প্রলেপ বাংলার সুখে হাসি
        বাংলাতে কেঁদে অশ্রুসজল, বাংলায় ভালোবাসি,
        এই ভাষাতেই অস্ফুট বোলে শৈশবে ভাব আড়ি
        ভালবাসা আর শ্রদ্ধার নাম একুশে ফেব্রুয়ারি।


        দুই চোখ মেলে এই ভাষাতেই প্রথম ডেকেছি মাকে
        মায়ের কোলেতে দেখেছি স্বপন ঘুমপাড়ানির ফাঁকে,
        বাংলাভাষার পাল তুলে দিই জীবন সাগরে পাড়ি
        রুধিরেতে রাঙা বাক স্বাধীনতা একুশে ফেব্রুয়ারি।


        বাংলার ভাষা মায়ের আঁচল অপার পিতৃ স্নেহ
        মিঠে ঝংকার বাংলা ভাষার নেইতো তুলনা কেহ,
        ভাষার শহীদ দিল প্রাণ হেসে জলে দুনয়ন ভারি
        নতমস্তকে প্রণমি তাঁদের একুশে ফেব্রুয়ারি।


        সহজ পাঠ ও কিশলয় গড়ে মানুষ হওয়ার ভিত
        বাংলায় শিখি ভালো ও মন্দ, জীবনের হার জিত,
        বাংলা ভাষার গর্বে গরবী বাংলার নর নারী
        বুক ভরে আশে ফিরে যবে আসে একুশে ফেব্রুয়ারি।


        বাংলা বইছে রক্তে আমার বাংলা যাবে না ছাড়ি,
        বেঁচে থাক প্রিয় বাংলা এবং একুশে ফেব্রুয়ারি।