.        ইচ্ছে লহর ভাঙ্গছে পারে
                    ঠিক অবিকল ঢেউয়ের মতন,
        কুজন জেতে সুজন হারে
                    পিছল বংশে অধঃপতন।


        জবাব চাই আর জবাব দাওয়ে
                    হারিয়ে গেছে প্রশ্ন গুলো,
        নেতার হাটে এক সা ভাওয়ে
                    বিকোচ্ছে আজ পটল মুলো।


        আমার আমি তোমার আমি
                    সবার আমি করছে যে রাজ,
        অহম বোধের এক সুনামি
                    গ্রাস করেছে, সবাই নিলাজ।


        কুনকি দিয়ে প্রেম মেপে যায়
                    রাম হিসাবি এই দুনিয়া,
        ভালবাসা বুঝতে ধরায়
                    আজকে কেবল দেয়া নেয়া।


        পাথর পূজি সিনান করে
                    মানুষ গুলো মরছে মরুক,
        শুদ্ধ মনে পূজোর ঘরে
                    আমার খাতায় পুণ্যি ঝরুক।


        ঘুমোই জেগে নেই পরোয়া
                    সাজছি ভাল দেখাই খুশী,
        চলছি করে সালাম দুয়া
                    চলছি করে কদমবুসি।।