.       খুব বেশী নয় অল্প চাওয়াই ছিল।
        সন্ধ্যে নামা হিজল গাছের পাতায়
        দু চার ফোঁটা বৃষ্টি শেষের জল।
        ভেজাক না হয় বিষণ্ণ ঘন পল,
        নাই বা মিলুক হিসেব খেরোর খাতায়,
        অল্প চেয়েও মিলল কি আর বলো?


        কবুতর ওড়া ভগ্ন প্রাসাদ ফুঁড়ে
        প্রাচীন বটের শেকড় গুজব খোঁজে।
        নষ্ট কুঁয়োয় অভিমানি জঙ্গল
        মুখ ভার বেলা, সময়টা টলমল
        নবীন চিত্ত নতুন হৃদয় বোঝে,
        নব আকাঙ্ক্ষা মেলে ডানা ওই দূরে।


        মুখে আঙ্গুল দিলেই ভেবেছ চুপ?
        মনের সঙ্গে কতই-না কথা বলা।
        বুক ফুলিয়ে হাঁটা হংসের চাল,
        শব্দ ছাড়াই গুনগুন করে কাল
        মন্দ ও ভালো সংসার পিছু ফেলা ।
        অন্ধ আবেগে মজে তবু দেখ রূপ!


        তোমার স্মৃতিতে বহু শতাব্দী আগে
        মায়াবী দুপুরে মেঘ সব কেঁদেছিল।
        বিস্মৃত কাল অতীতের উপহাসে
        সাঁঝের বেলায় হঠাত এ পরবাসে,
        জ্বলেছে হলুদ নরম মোমের আলো
        রজনীগন্ধা একা আজ রাত জাগে।।