.   তুমি যদি চাও, আমি অর্ধেক প্রাণ দিতে পারি
    বাকি আধখানা থাক হৃদয় নিংড়ে আসা কষ্টের সম্মানে।


    তোমার স্বপ্ন ছোঁব বলে, দু চারটে ছায়াপথ
    অবহেলে করে যাব পার, খুঁজবো বাঁশের সাঁকো।
    দৃষ্টি মেলাব বলে করব অপেক্ষা আমি অনাদি অনন্ত কাল,
    ছায়াময় কাকভোর, নিদাঘ দুপুর শেষে বিষণ্ণ রাত।


    জেগে থাকো তুমি জেগে থাকো শুধু, তোমার প্রেমের মোহে,
    যতদিন না লোলচর্ম হও, প্রেমের নির্যাস শেষে ক্ষীণদৃষ্টি হও।
    যতদিন না বোঝ প্রেম চিরযৌবনা নয়, মৃত্যু প্রেমেরও হয়।
    অপেক্ষায় থেকো…


    তুমি যদি চাও, সত্যিই তোমায় আমি অর্ধেক হৃদয় দিতে পারি,
    বাকি আধখানা দিয়ে সযত্নে লিখে যাব ঝরা পাতা কবিতার নাম।
    তুমি যদি চাও...