.       না বলা কথার ভিড়,
        তারি মাঝে খুঁজে চলি
        হারানো তসবির।


        অশ্রুরুদ্ধ তোমার আওয়াজ,
        কানে এসে বলে যায়
        কি ভঙ্গুর ভালবাসা আজ।


        যতই জুড়তে চাই,
        কুড়োই স্মৃতির ফুল
        আর নাই সে সময় নাই।


        বিশ্বাসে ধরেছে ঘুণ,
        মনে ভাবি ভাল আছি
        আসলে তো লেগেছে আগুন।


        কাঁচেতে মিহিন চিড়,
        সদিচ্ছারা নিষ্ফল আজ
        বিরক্তির বড় বেশি ভিড়।


        মনগড়া দুঃখের রেশ,
        শ্বাসরুদ্ধ করে চলে
        তবু ভাবি, এই আছি বেশ।


        নতুন হবে না কিছু,
        কেটে যাবে আর কিছুকাল
        জীবনের বাকি উঁচু নিচু।


        লোক দেখানোর কাছে আসা,
        দুহাতে আঁকড়ে ধরি তাও
        হোক মেকি, তবু ভালবাসা।