.       বিষণ্ণ পিঙ্গল চাঁদ ভাঙ্গা চালে উঁকিঝুঁকি মারে
        গরম ভাতের ঘ্রাণ কেন জানি লাগে ভিনদেশী ,
        উপবাসী রাত কাটে খিদের প্রচন্ড প্রহারে
        সমস্ত পৃথিবী যেন খিদেরই কবলে আগ্রাসী।


        খিদে খিদে খিদে আজ, অনন্ত খিদেরই সময়
        যা কিছু দৃষ্টি দেখে, সবি বুঝি খেতে চায় মন,
        শুধু কি পেটের খিদে? এ দুনিয়া আজ ক্ষুধাময়
        যত খাও শেষ নেই, খিদে সয়ে কাটছে জীবন।


        সভ্যতা খেতে খেতে কখন যে খেয়েছি বিবেক
        প্রেম ভালবাসা খেয়ে ভুলে গেছি ব্যথা ভরা বুক,
        পেট থেকে শুরু হয়ে খিদে আজ বেড়েছে অনেক
        এ ভুখা সমাজ যেন আগুনের মত সর্বভুক।


        অর্থক্ষুধা কারো মনে কেউ মরে যশের খিদায়
        ক্ষমতার খিদে দেখো সমাজটা করেছে নরক,
        খিদের কঠোর গ্রাসে মনুষ্যত্ব নিয়েছে বিদায়
        ভুখার মিছিলে দেখি ভরে আছে পথ ও সড়ক।


        বিকৃত মনের খিদে পাশবিক রূপ নেয় আজ
        সে খিদের কবলেতে কত শত নির্ভয়া মরে,
        অপরাধ বোধ নেই, নেই মন, বড়ই নিলাজ
        অশ্রুর বদলে আজ দুনয়নে রক্ত বিন্দু ঝরে।


        বড় বড় খিদেগুলো ভরেছে জীবন কালো মেঘে
        পেটের খিদেয় মরে, কেউ নেই তার কাছাকাছি,
        বড় খিদে বিলাসিতা, স্বপন দেখি না আর জেগে
        দু-মুঠো গরম ভাত দাও আজ খেয়ে প্রাণে বাঁচি।।