আলাপচারিতার পালা শেষ হলে,
চলো আজ বনবাসে যাই।
পর্ণমোচীর মত ঝেড়ে ফেলে সব আবিলতা,
চল খুঁজি সবুজের স্বাদ।


সময়ের জোয়ার ভাঁটায়, দখিনা হাওয়াও বুঝি দিক ভুল করে।
সতেজ শিউলির মত ক্ষণস্থায়ী ভালবাসা কাল, বাড়ায় বুকের ভার,
নিরন্তর বেড়ে চলে বিষণ্ণ পিয়াস।


না বলা কথার মালা ঝাউসারি হয়ে, বেলাভূমে কাটে অশ্রুরাত।
অস্পৃশ্য সুখের বিন্দু রাতদিন খেলে লুকোচুরি, আপনার সাথে।
হৃদয়ে রেখেছে হাত...


ক্রমাগত ভুল করে করে,
এ জীবনে আজ শুধু জোনাকির আলো বেঁচে থাকে,
তাই শেষমেশ, কবোষ্ণ আরাম খুঁজি,
খুঁজি প্রেম, খুঁজি বিস্ময়।


মনের গোপন কথা শেষ হলে ,
চলো তাই বনবাসে যাই।।