.       ভালবাসাগুলো, কখন যে হাত ধরে নিয়ে এল এক অচিনপুরে,
        এক পা, এক পা করে হাঁটা শেখা হলে,
        এঁড়ে বাছুরের মতো, শুরু হল দাপিয়ে বেড়ানো।
        কখনো বা টলমল, কখনো বা গতির নেশায় মাতাল।
        কত না প্রশ্রয় দিলে, কত না শাবাশি।
        যোগ্যতা যাই থাক রেখেছ হৃদয়ে।
        স্নেহের হাসিতে, মেনে নিয়ে দোষ যত
        অক্লেশে জড়ালে বুকেতে।
        কি শান্তি, কি প্রেম আর কি যে ভালবাসা দিলে
        হৃদয়ে অন্তরে দিলে ঠাঁই, এক চির যৌবনা পৃথিবীর বুকে।
        এখানে শৈশব আছে, আছে কৈশোর, যৌবন,
        তবুও বার্ধক্য নেই, মৃত্যুও নেই।
        শুধু মাঝে মাঝে কিছু তারা ঝরে যায়, ফের কিছু ফোটে।
        ফের নয়া ভালবাসা ছায়, জন্ম হয় নতুন কবির।
        সৃষ্টির আনন্দে মাতে, নব জীবনের গায় গান।
        এ আসরে ঘর বেঁধে, বেঁচে থাকে কবিতার মাঝে।
        তাই আজ ত্রিশতর দিনে, প্রণমি তোমাকে
        হে প্রিয় আসর।
        আসরের যত কবি, যত কাব্য রাশি
        ভাল থেকো সব।
        সুন্দরতে থেকো সবে, থেকো কবিতায়।।