.       আজ তার ছেঁড়া গদ্যমুখর দিন,
        ঘুম হীন চোখে ছন্দ বিহীন রাত।
        স্বেদ সমুদ্রে ঝংকৃত বীনা ক্ষীণ,
        কাব্যের চেয়ে মিষ্টি গরম ভাত।


        কর্মের ভারে হৃদয় নিয়েছে ছুটি,
        জঠরের দায়ে যাচ্ছে সময় কেটে।
        প্রেমের গল্প পলাতক গুটি গুটি,
        দুই-মুঠো থাক, খিদেটাই যেন মেটে।


        ঘামে ভেজা ক্ষেত উঠছে ফসল মাঠে,
        তেল কালি মেখে চলতেছে কারখানা।
        শুধু ব্যস্ততা ছেয়েছে বাজার হাটে,
        শূন্য উদরে ছন্দেতে বাঁচা মানা।


        সঙ্গীত শুনে মন ভরে নাতো আর,
        সাইরেন যেন লাগছে শ্যামের বাঁশী।
        নাই বা হাসুক গোলাপের সংসার,
        দেখি প্রাণ ভরে আর্ত শিশুর হাসি।


        রুঢ় বাস্তব লিখুক কাব্য আজ,
        রুমানী রাতের তারা গুনে কাজ নাই।
        হাতুড়ি গাঁইতি কাস্তের হোক রাজ,
        খিদের রাজ্যে কবিতার নেই ঠাঁই।।