.       ধর, যদি এমনটা হত,
        এক বেখেয়াল ভোরে,
        তোমার গোপন দুখ
        সার্বজনিক হয়ে যেত।


        ফিনিক্স পাখির দল
        ভুলে যেত মরে গিয়ে বাঁচার কৌশল।
        আগুনের শেষে শুধু ছাই।
        ভালবাসা খুঁজে পেত তেপান্তরের মাঠ
        পক্ষীরাজের লাগাম।
        রামধনু রঙ মিলে মিশে,
        আলো হওয়া ভুলে গিয়ে
        মনমানি করে করে, জড়াতো গন্ডগোলে।
        সূর্যাস্তের নেশা,
        অনায়াসে বুকে ভরে নিয়ে
        গাইত বাউল গান জীবন আমার।


        ভাগ্যিস হয় না তো এসব কিছুই,
        তাই তো তোমার চোখে সুরমাই রূপ।
        তোমার চুলের গোছে বাসা বাঁধে তারা
        বিনুনীতে সাঁঝ ডুবে থাকে।


        ভাগ্যিস তুমি নও আমার মতন,
        তাই বুঝি তোমার আঙ্গুল,
        আমার ঠোঁটকে বলে চুপ করে থাকো
        রূপের আগুনে পুড়ে গেলে।


        ভাগ্যিস এ জীবন ফুরোয় কখনো,
        তাই বুঝি ভালবাসা কাঁদে।
        আঁসু রাত শেষ হলে
        ফের পলি পড়ে,
        বানভাসি ভোলে সকলেই।


        ফিনিক্স পাখিরা ফের বেঁচে ওঠে
        তুমি আর আমি হয়ে, আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে।