.       অবাধ্য ডাক-হরকরা,
        অনাহুত হয়ে খালি
        উড়ো চিঠি দিয়ে যায় সারা।
        খালি বলে, পড়ল কি ডাক?
        নেই রাখ ঢাক।
        সপাটে শুধায় এসে, হল কতদিন?
        বদলির এসেছে সময়।
        শোধ করে ঋণ,
        এবার গুছিয়ে নাও পোটলা পুঁটুলি
        আর অবুঝ হৃদয়।
        অনেক তো হল চাষাবাদ
        পরিচিত রাত, কাটালে অনেক কাল।
        আরাম সকাল,
        অলস দুপুর আর আলুথালু সাঁঝ?
        বেঁধেছে মনেতে বাসা আজ।
        ছড়িয়েছে জাল লতাপাতা
        আগাছা ভরেছে মনে, কখন গোপনে
        জুড়ে গেছে সম্পর্কের নাতা।
        এবারে ছাড়ার পালা,
        হয়ো না বেতালা।
        সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে,
        চল হে পালিয়ে,
        খুঁজতে নতুন ভোর
        নতুন শহর, যেখানে প্রভাত হল সবে।
        ভেবে কি বা হবে। থাকবে কি কেউ?
        পার করে সময়ের ঢেউ?