.       আপনার সাথে বসে মুখোমুখি কাটছে সময় আজকাল
        কখনো কখনো দু-চার পশলা বৃষ্টিও সাথ দিয়ে যায়,
        কখনো নিজেকে বলি 'উল্লাস' মুঠোতে গেলাস বিন্দাস
        আবার কখনো পাশে এসে বসে ভুলে যাওয়া সুর ঝংকার।


        একাকীত্বের শহরটা জুড়ে জোছনা প্রাণের বন্ধু  
        নির্ঘুম হাওয়া শান্তিতে রাখে নির্জনতাই ভরসা,
        কত অনায়াসে অন্তরে আজ যা পেয়েছি তার তৃপ্তি
        পুরনো কয়েক রগচটা রাগ আজ বড় বেশী শান্ত।


        স্মৃতির আগুন নিভু নিভু প্রায় আর তো করেনা দগ্ধ
        ব্যথা সওয়া যেন কোন কিছু নয় কত সহজেই রপ্ত,  
        হঠাত যদিবা ঝড় আসে ধর, যদি হই মুখোমুখি
        নেবো ঠিক জেনো কুশল বার্তা, জীবন করেছে শক্ত।


        জায়গাটা বুঝি তেমনই রয়েছে সময় গিয়েছে বদলে
        বয়েস নিয়েছে পিছু আজ তাও মনের আয়না স্পষ্ট,
        আপনার সাথে মুখোমুখি আজ পুরনো সময় কুশীলব
        আকাশে ভরেছে কালোমেঘ ফের বৃষ্টিও বুঝি নামলো।