.       বিভীষিকা আজ গুলশান তার নাম
        অসহায় প্রাণ রক্ততে শোধে ঋণ,
        বারুদ গন্ধী মৃত্যুই পরিণাম
        বুলেটের শিস, সন্ত্রাসী কালো দিন।


        কিছু বেজন্মা ধর্মের নেয় ঠেকা
        ধর্ম শেখায় কালো গ্রেনেডের ধোঁয়া,
        সন্ত্রাসে ভয়ে ধর্ম যায় না লেখা
        ধর্ম তো নয় শিশুর হাতের মোয়া।


        স্বজন হারালে একই ব্যথা আর দুখ
        রক্তটা লাল, যেই নামে ডাকো তাকে,
        ধর্ম শেখায় মানুষ হওয়ার সুখ
        খুনের ধর্ম সন্ত্রাস হয়ে থাকে।


        গুলশান আজ হৃদয় করেছে ভারি
        বুকেতে পাষাণ, চোখের পাতায় জল,
        কি যে হল লাভ, কেন এই বাড়াবাড়ি
        ধর্মের নামে কেন এই হলাহল।।