আমিও মিছিলে পথ হাঁটি।
হাজার দ্বিধার সাথে অযুত শঙ্কা বুকে নিয়ে।
একা একা, বড় একা হেঁটেই চলেছি অবিরাম
মানুষের ভিড়ে।
পথ চলা হয়েছে নিয়ম।
দাবী দাওয়া? নেই কিছু মনে।
কি চাই, কেন চাই, কবে চাই
জানি না তা।
কেই বল জানে এ জীবনে।
আমার হাঁটাই কাজ,
শহরের অরণ্য গভীর।
আমি পদাতিক।
স্থান, কাল, অবসাদ
গণ্ডীতে বাঁধেনি আমায়।
পথ ভুলে হই নি স্থবির।
বন্ধ মুষ্টি আস্ফালন
কবে যেন হয়েছে অভ্যেস।
পতাকা বদলে যায়,
মানুষ তো একই থাকে,
মুখগুলো বদলায় বেশ।
একা একা রাত জেগে থাকে
মানুষের হাত জেগে থাকে।
ভিড়ে আমি হাঁটি সব ভুলে,
কখনো তো এভাবেই হাঁটতে হাঁটতে ঠিক
পৌঁছব তারার মিছিলে।।