.       যাব বলেই বেড়িয়েছিলাম পথে,
        যাব বলেই বিষণ্ণ মাঠ ঘাট।
        যাব বলেই মেঘেরা দ্বৈরথে,
        যাব বলেই গোমরা মুখের হাট।


        যাওয়ার পথে অনেক এল বাধা,
        যাওয়ার পথে ঠোঁট ফোলানো মান।
        যাওয়ার পথে সজল চোখের ধাঁধা,
        যাওয়ার পথে গুমরে ওঠা প্রাণ।


        তোমায় ছেড়ে হারিয়ে গেল পথ,
        তোমায় ছেড়ে আঁধার এল নেমে।
        তোমায় ছেড়ে বিফল মনোরথ,
        তোমায় ছেড়ে মূল্য বুঝি প্রেমের।


        তাই তো শেষে রাস্তা ফেরে ঘরে,
        তাই তো আবার রাত্রি দিনের খেলা।
        তাই তো বাঁচা নিজস্ব বিবরে,
        তাই তো সুখে কাটতেছে সাঁঝবেলা।


        তবু কোথাও অসুখ একটা থাকে,
        তবু কোথাও আটকে যাওয়ার দুখ।
        তবু কোথাও অচিন দেশটা ডাকে,
        তবু কোথাও শেকল ভাঙ্গা বুক।