রাস্তাখানা ফুরোয় না তো আর
ঘাম ঢেকেছে শোকের হা-হুতাশ,
বুকের মাঝে পাথর অভিমান
কাঁধের ওপর প্রিয়তমার লাশ।


রাস্তাখানা ফুরোয় না তো আর
নয় যে বাঁচা এই জীবনে সোজা,
দুঃসময়ে ভেঙ্গেছে সংসার
বুকের প্রিয়া এখন কাঁধের বোঝা।


রাস্তাখানা ফুরোয় না তো আর
তবুও জিদ দেখবে পথের শেষ,
সব হারালে নেই হারানোর ভয়
দেখুক নাহয় মজাই সারা দেশ।


রাস্তাখানা ফুরোয় না তো আর
মানুষগুলো কোথায় গেল চলে,
এখন শুধুই আমির গরীব বাঁচে
মানুষ তো নয় মুখোশ কথা বলে।


রাস্তাখানা ফুরোয় না তো আর
রাস্তাগুলো যায় না কোথাও আজ,
লক্ষ হাজার দানা মাঝির ভিড়
রাস্তা জুড়ে জিদেরই আওয়াজ।