বিষাক্ত নদী জলে করে না কিশোরী কোন নতুন শপথ
স্বপ্নের নীলিমা ছেড়ে বেহায়া জলের ধারা চলে যায় বয়ে,
ছায়াপথ শেষ হয় তবুও বোঝার পালা হয় না তো শেষ
শব্দ পুরনো হলে তারও মায়া কমে আসে বন্ধ্যা সময়ে।


হলুদ মনের ভাব বড় বেশী বলা হল এই সাঁঝ বেলা
নিস্তব্ধ বাতাসে জেনো পবিত্র ঈশ্বর মিশে থাকে,
এ আবিল কোলাহল রক্তের গহীনে গিয়ে কুরে কুরে খায়
এখনো সময় খুঁজি, এখনো ফ্যাকাসে চাঁদ হিজলের ফাঁকে।


নিভু রাতে এলোমেলো হেঁটে চলি দুই হাতে জোছনা সরিয়ে
জোছনা সবার নয়, পারে না সবাই ছুঁতে, তাও সে কি মায়া,
রাত্রি ফুরিয়ে গেলে বিদেশী পরায়া ভোর দস্তক দেয়
আবার নতুন দিন, আবার নতুন মুখ, সাথে শুধু আপনার ছায়া।


ছায়ারা এখনো ডাকে, স্মৃতির সরাইখানা এখনো মত্ত কলরবে
পুরনো বটের ঝুড়ি কতটা গভীরে, তার শেষ কে বা জানে,
সব ফুল ঝড়ে গেলে, সব শিশু বড় হলে, এই পৃথিবীতে
স্বপ্ন শহর ছেড়ে পাগল দুচোখ, খুঁজে চলে জীবনের মানে।