.       অভাবী শীর্ণতোয়া বয়ে যায় হৃদয়ের মাঝে,
        গোধূলির আলো বলে বোঝনিতো ভালোবাসা কি?
        হঠাৎ প্লাবন এলে পারবে কি সামলাতে কূল
        পেরোলে শহর কত, আরো কিছু রয়েছে বাকি।


        যাযাবর জীবনেতে থিতু হওয়া হোল না এবার,
        কেই বা হয়েছে থিতু, সময় যে চির বহমান।
        শিকড়ের খোঁজে ফেরা, বহু খুঁজে পাইনি শিকড়
        ভেসে থাকা শেষ কথা, এ নদীতে বড়ই উফান।


        পর্ণ কুটির বাঁধি। লক্ষণ রেখার বাহার
        ঝকঝকে প্রত্যাশা, রিস্তা-নাতার মিঠে ওম।
        সুখের কর্পূর খোঁজে চোখ বুজে কাটছে জীবন,
        আজ যা সঠিক জানি, কাল বুঝি ছিল সেটা ভ্রম।


        তবুও শীর্ণতোয়া শুকোয় না, বয়ে চলে ঠিক
        তবুও স্বপ্ন সিঁচে হৃদয়ের জমিনে আবাদ।
        তবুও প্রেমের গান গুনগুন গাইছে সবাই,
        তবুও শিকড়-ছেঁড়া পোড়া মনে শিকড়ের সাধ।।