আজ সকালে শরীর মশাই বললে আমায় হেঁকে,
সইব না আর এ অত্যাচার বসছে সবাই বেঁকে।


ধর্মঘটের ডাক দিয়েছে অগ্ন্যাশয় আর পিত্ত,
খাদ্যাখাদ্য হজম করার নেইকো মোটে চিত্ত।


মিলিয়ে হাত করল আঁতাত যকৃৎ আর পিলে,
সুস্থ শরীর ব্যস্ত করার ফন্দী আঁটছে মিলে।


চোখের ভেতর পর্দা পরে আর দেখে না সাফ,
বলছে বাপু হল অনেক এবার কর মাফ।


হাঁটু এবং কোমর জোড়ে যতই ব্যথার  বাস,
দুচার কদম চলতে গেলেও কষ্টতে হাঁসফাঁস।


রক্ত আবার মিষ্টি হল সে এক বিষম জ্বালা!
চাপ বাড়িয়ে ফেলল চাপে, যত্ত সব ঘোটালা।


মগজটা ফের কদিন যাবত যাচ্ছে সবই ভুলে,
বলছে নাকি লাগছে গরম, টাকটা ঢাকো চুলে।


শান দেয়া জিভ, হৃদয় মিলে করছে কি গজব
নেই রাখঢাক বলছে সপাট, মারতে আসে সব।


করছে বিষম গড়বড়, সাথে শোনায় কথা নিত্য
আমরা কি দাসখত দিয়েছি? নই রে কারো ভৃত্য।


লাগছে পিছে, করব কিযে মন করে আনচান
সামলে এসে এই বয়সে ডুবল রে সম্মান।


আমার সমাজ আমার মতই, কত রকম রোগ
কৃষ্টি এখন সৃষ্টিছাড়া সবার কষ্ট ভোগ।


বোধ বুদ্ধি শেষ সাহারা ওদের আশায় রই,
বুদ্ধি সবার যেমন তেমন বোধটা গেল কই?