মন খারাপের ম্যাপ বদলায় সময়ের ঢেউ,
একটেরে জীবনেতে জ্যামিতির রেখা বঙ্কিম
ধূসর সন্ধ্যা ছোঁয়া কুয়াশা জাগায় কেন ভয়
নৈঋৎ হয়ে শীত কখন ছেয়েছে মনোময়,
নীরবে মেধাবী দিন, মেখেছে আবীর অন্তিম
মানচিত্রের বুকে শব্দকে খুঁজেছিল কেউ।


অনেক গোপন প্রেম, শব্দের কথা যদি বল
নরম নরম রাতে হৃদয় খেলেছে ছিনিমিনি।
শব্দ পোয়াতি হলে কি ব্যথায় ভারী হয় বুক,
কখনো বলার দায়, কখনো লুকোই এ অসুখ
শব্দ করায় মনে কাঁচের চুড়ির রিনিঝিনি,
মন খারাপের কাছে বেনামী শব্দ খুঁজি চল।


ঝাউবন পার হলে ধোঁয়ার গন্ধ ওড়ে বেশ,
সব ঢেউ শেষে থাকে নোনা ধরা স্মৃতির আবেশ।