ভর দুপুরে গা জোয়ারি শুকনো কুঁয়ায় অনেক নীচে জল।
মহুল গাছে গিরগিটি নাচ, উড়ায় পাতা ঘূর্ণি হাওয়ার ছল।
                           তুই কি আমার সঙ্গে যাবি বল।


শালবনেতে শীতল শরম, ঝরনা জলে কাদার মন খারাপ।
পুঁটিমাছের চাউনি নরম, আলের পিছে লুকিয়ে বেড়ায় পাপ
                          তোর নজরে লাগতে পারে শাপ।


ভালুকবনি শুকনা বড়, হাড়িঁয়া নাই, মহুলের আকাল,
বুকের ভিতর আগুন জ্বলে, কোপাই মাটি, মিটাই মনের ঝাল।
                          বলবি তবু চোখটা আমার লাল।


খরা গেল জারা গেল, গেল কোথায় শিমুল গাছের ফুল?
ধুলাট পথে বাবলা কাঁটা, পিছন ফিরে তাকানোটাই ভুল।
                        পাগলা হাওয়ায় উড়াস কেনে চুল?


কচি কচি লাউপাতা লাউয়ের মাচায় মাতাল মনের দুখ,
গরীব লোকের প্রেম পিরিতি, আয়না নাকি দ্যাখে ভিতর বুক।
                          দু চোখ ভরে দেখেই তোকে সুখ।


শহর দেশে বাবুর বেশে, মিথ্যে ঢঙের চলছে বেসাত আজ,
বুঝতে গেলে ঘর খোয়াবি, করবি কি রে পড়লে মাথায় বাজ?
                            ময়ুর সেজে করিস না তুই নাচ।


ভাঙ্গা ঘরে ভাঙ্গা মনে, বাঁচছি সুখে ভাবনা কিসের বল।
আমার ভুবন আমার জীবন, বয়েই গেছে বললে কেউ পাগল।
                           একটা জীবন। সঙ্গে কাটাই চল।