খ্যান্ত মাসির পিসতুতো বোন তার যে আবার দিম্মা,
ওনার নাতি ধরলো এসে দিতে বিশাল জিম্মা।
বললে আপনি কাছের মানুষ করুন আমায় রেসকু,
কদিন থেকেই মনটা দাদা, ডাকতেছিলো বেশ কু।
ভক্তি ছেদ্দা বেজায় আমার প্রনাম ও দুই ঠ্যাং কে
কত্ত বড় মহা পুরুষ চাকরি করেন ব্যাংকে।
"ঝেড়ে কাসুন এবার" বলে কোনো রকম থামাই
বললে, মশাই সৎ উপায়ে করছি কিছু কামাই।
যেমন ধরুন চিট ফান্ড বা যেমন রিয়েল এস্টেট,
নিন্দুকেরা মিথ্যে বলে মতলব আছে ভেস্টেড।
নিজের টাকা আপন ঘরে গুছিয়ে রাখাই কাল,
টাকা তো আর নেই সেগুলো হয়েছে জঞ্জাল।
টাকা গোনার ব্যামো আমার, গুনি মধ্য রাত্রে
টাকার গন্ধে শ্বাস না নিলে বেদনা হয় গাত্রে।
তাও বা যদি সময় পেতুম করাতুম চিকিচ্ছে,
টাকা গুলো ব্যাঙ্কে রেখে পূণ্যি করার ইচ্ছে।
কিন্তু এমন ভীষণ কান্ড হঠাৎ কেন বাওয়া,
এতগুলো টাকার ভ্যালু এক কথাতে হাওয়া?
রাতারাতি এমন অকাজ করাটা কি ভালো?
গুছিয়ে রাখা রঙিন টাকা, সেটাও নাকি কালো!
আপনি এখন শেষ ভরসা আপনি পরিত্রাতা,
হিস্যা দেব হিসাব করে ভাববেন না ভ্রাতা।
ক'লাম শেষে মিষ্টি হেসে "কি আর এমন বেশ,
দু দশ লক্ষ ওকে, শুধু ট্যাক্সে দেবে ক্লেশ।
আছে কত হিসেবে মত পাঁচশো হাজার নোট ই?"
খুব বেশী নয় নগদ বোধ হয় উনসত্তর কোটি।