আদর্শ বা মতাদর্শ আর কিছু নেই বাকি আজ।
স্নানঘরে ধুয়ে গেছে শাওয়ারের জলে সেই কবে
হোলির রঙের মত, লাল নীল সবুজ ইত্যাদি।
এখন নগ্ন আমি, ফটফটে চামড়ায় মোড়া,
সাজঘর ছেড়ে আসা বিসদৃশ শরীর নিলাজ।


মৌনতা ভাল জানি, বোবার শত্রু নেই বলে
অনেক সত্যি নাকি সাদা থান শাড়ির মতই,
এইবেলা শেখা ভাল না দেখেও চোখ মেলে থাকা।
বাইরে আলোর ঘটা, নিকষ আঁধার অন্তরে
আমার পিছনে রোজ আরো এক আমি পথ চলে।


পথের কথাই যদি, পথগুলো বড় আঁকাবাঁকা
বেইমান, বেইমান, বেইমান হতেই শেখায়
পাকদন্ডিতে হাত ছেড়ে দেওয়া, পারিনি কখনো,
কত কিছু শেখা বাকি, উষ্ণতা গোপনে লুকিয়ে,
পথের প্রতিটি বাঁকে বেড়ে চলে শাখা ও প্রশাখা।


পুরনো অনেক কথা মনে আজো বানায় কোলাজ
ওইটুকু ব্যাস। বাকি চলমান লাশ সেজে থাকি
মানুষ হবার কথা ছিল বলে যাপিত সময়
নিজের দুচোখ চেপে অন্ধের করি অভিনয়
আদর্শ বা মতাদর্শ বলে নাকি কিছু নেই আজ।