শিরা আর ধমনীতে বয়ে যাওয়া রক্তের ধারা
শান্ত পুকুর হলে, নিদাগ আয়না হলে
এ দেহে বরফ পড়ে।
কুঠুরিতে আঁধার আঁধার।
কুয়াশা চাদর দেয়, ঢেকে রাখে ফ্যাকাশে দু চোখ।
অনেক বছর হল, কাজ অকাজের শেষে
পূর্ণ অবসর, অবশেষে।
কত মান অভিমান, কত খুনসুটি
ভালোবাসা প্রেম আর কামনার
পাগল দুপুর।
সব পার হয়ে এসে, ঠাঁই আজ স্টীলের ড্রয়ারে
পরিচয় শুধুই সংখ্যায়।
শব্দ হারিয়ে গেছে, হারিয়েছে দীর্ঘ নিঃশ্বাস
ক্লান্তির আবছায়া, শেষ হয়ে নেমেছে যে রাত।
পূর্ণচ্ছেদ হয়ে গেলে কার্যকারণ ভেবে
লাভ কি যে হবে...
এই তো কদিন পরে
থাকবে ছবিটা শুধু
শুকনো ফুলের মালা নিয়ে।
তাই কোন ব্যথা নেই, দুঃখ নেই
লজ্জা ঘৃণা নেই কিছু আর।
লাশকাটা ঘর জুড়ে
চারিদিকে লাশের পাহাড়।